অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
আজ তুমি নেই – গোলাম কবির

কসময় এই বুকের পরে 
ছিলো তোমার আবাস, 
এখন তুমি নেই বলে, 
এখানে কুণ্ডলী পাকিয়ে ঘুমিয়ে থাকে
বিশাল এক অলস পাইথন । 
একদিন ভালবাসা ছিলো, 
ছিলো চোরা চোখের সলাজ চাহনিতে 
ডুবে যেতে থাকা সূর্যের রক্তিম আভা, 
ছিলো উদ্বেগ আর উৎকণ্ঠা হারাবার,
স্বপ্নের সুবিশাল উদ্যানে ছিলো 
ইরানি গোলাপ আর জাফরানের চাষাবাদ, 
ছিলো প্রত্নতাত্ত্বিক শিল্পের নিদর্শনের 
মতো বহু যত্নে গড়া বিশ্বাসের নকশীকাঁথা,
ছিলো ভাবনাহীন কৈশোর থেকে 
দারুণ রুদ্র বৈশাখী তারুণ্যের দহন। 
আজ তুমি নেই, 
ভালবাসা নেই, 
দু'চোখের ঘুম নেই, 
স্বপ্নেরা ঠিকানা বিহীন, 
চোখের কোণের আদ্রতা নেই ,
কিছু নেই, কিচ্ছু নেই! 
শূন্য উদ্যানে বসে দুলছি একা, 
পেছনে পড়ে আছে 
স্মৃতির কনসেন্ট্রেশন ক্যাম্প!

গোলাম কবির। ঢাকা