কিনবো আমি বোনের হাসি - মো. সাকিব হোসেন
ঘুমের শহরে নির্ঘুম কত উত্তেজিত মন।
মনুষ্যত্বহীন তিমিরের গায়ে আমি জড়াবো কাফন।
করে প্রত্যক্ষ এই ছায়াপথ, এই নিষ্ঠুর রথ, এই বিশ্ব ভুবন।
বেছে নিয়েছি এই বিরুদ্ধ পথ আরো মৃত্যু কুপন।
দেখে জুলন্ত দেহ, কোনো লাল ফিতে বাঁধা গল্প;
হই মহা প্রলয় কোনো,হই দরুন বিপ্লব, তবু পারছি খুবই অল্প।
অশ্রুসিক্ত হই,হই কোনো কান্ন,আমি হই ওমর,আলী।
গাই প্রতিবাদী গান, আমি হয়ে সভ্য সমাজের চোখে বালি।
দেখি চিলেকোঠার কোনো আশ্রিত কোনো দেহ নারী
দেখি তুচ্ছতা, কটুবাক্যে ভেজা কোনো দুঃখ শাড়ি।
ফুঁসে ওঠে মন আমার
হেরি এই কুলাঙ্গার সমাজের ব্যবিচারী তান
আমি আনতে চাই মহা বিপ্লব, মহাজাগতিক গান।
হব পাহাড়-মাস্তুল,অবিনাশী শূল হব চির সৎকার
আমি হব চির ভয়,হব অভিশঙ্কার ঐ অশুভ আত্মার।
হব টর্পেডো, হব বিদ্রোহী, আমি হব কবি নজরুল।
ফিরিয়ে দিব সম্ভ্রম, তোমার প্রিয় হাসি ওগো করে শত ভুল।
হাঁটব হাজার পথ, আরো শত মরু প্রান্তর
ভাঙবো শিকল আমি, করবো ঐ ভয়ংকর হাসি চির মন্থর।
হবে তটস্থ, পাবে হোঁচট দেখে আমায় কিছু বিবেকহীন হায়না
পারবেনা লুটে ইজ্জত নিতে,ধরবেনা কোনো বায়না।
মো.সাকিব হোসেন
নলছিটি, ঝালকাঠি
-
ছড়া ও কবিতা
-
31-12-2020
-
-