আমি তোমার গায়ের গন্ধ পাই আমার গন্ধ পাওনা! আমি তোমার ভেতর আমাকে দেখিআমাকে দেখো না! আমি দেখি কালের দিগম্বর আঁধারেমহাকালের বস্ত্রহরণ ভৌতিক পেঁচার নীলাম্বরী চোখেতুমি মৃত্যুর মত বরফ-নীল অনলে উন্নিদ্র সুখের বাসর সাজাওস্রোতস্বিনী ঝরনার জঙ্গম জলের ধারায় হিমশীতল স্তনেহলুদেনীল-ঝরা পাতার কান্না তুমি দেখো না! আমিতোমার চোখের তারায় অনলপ্লাবনে ভাসিনদী যেমন দরিয়া খোঁজে তেমনি তোমাকে খুঁজি আমিদুরূহ দুঃসময়ের দুর্লঙ্ঘ্য চিত্র আঁকি বিধবা দীপাবলির আলোহীন স্যাঁতস্যেঁতে জঘনে-তোমার শরীরের কাছাকাছি পাখির ডানায় মরা রোদ নিয়ে খেলিতোমারি মূর্তি বুকে-নক্ষত্রের আল্পনাদূর আকাশে-বিবাগী দরিয়া-কুমারী মোহনা তুমি দরদি সৌচিক রক্তজবার মসৃণ পাপড়িতেনিপুণ হাতে বানাও জীবনের স্যূতিতোমার বুকের ভেতর সফেদ কাফনে মোড়া নোনতা জলের ঢেউসে ঢেউয়ে আমি ভাসি আর ডুবি তুমি তা দেখো না! বস্তুত তুমি আর আমি একই শূন্যে বিচরণ শূন্যের ভেতর শূন্য কখোনই দৃশ্যমান হয়না!মুতাকাব্বির মাসুদ। শ্রীমঙ্গল
Ashram Bengali Magazine, Ottawa