ইচ্ছেরা মরে গেলে - মাথুর দাস
ইচ্ছেরা মরে গেলে আঁধারে আলো,
সব কালো ঘুচে যায় মনের গভীরে;
স্নায়ুযুদ্ধ অন্তর্হিত, যা ছিল কাল-ও,
প্রশান্তির অদ্ভূত ব্যাপ্তি উদ্ভাসে ধীরে।
ইচ্ছেরা মরে গেলে মানুষ স্বাধীন,
লোভ নেই ক্ষোভ নেই নেই আফশোস;
মরীচিকা আছে নাকি! কামনাবিহীন
যাপনে বৈচিত্র্য শৈলী অনুক্ত নির্ঘোষ।
প্রকৃতি নিয়ম মানে, বিরুদ্ধ বিষময়,
মনন প্রসূত ইচ্ছে বয় অসূয়া সমীরে;
ইচ্ছেরা মরে গেলে স্বভাবত এ সময়
সুখময় বেঁচে থাকা নির্লিপ্ত শরীরে।
মাথুর দাস
কবি ও ছড়াকার
দুর্গাপুর, পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
10-01-2021
-
-