অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
কেমন জীবন - শ্রী রাজীব দত্ত

নির্জনতায় একা  যখন দাঁড়িয়ে থাকি
ভাবনা নিজের মতন করে সেজে ওঠে,
পশ্চিম আকাশে মেঘের আড়ালে সূর্য দেয় ফাঁকি 
ফেলে আসা পিছুটান আমায় আবার ডাকে। 

কোন অচেনা সুরে হৃদস্পন্দন হতে থাকে শান্ত
হিসাবগুলো হয়ে যায় এলোমেলো,
জীবনে চলার পথে রাস্তাগুলো আঁকাবাঁকা
নিরুত্তরে বোবা হয়ে যায় সব প্রশ্ন গুলো।

এক ঝাঁক পাখি গুলো বেলা শেষে ঘরে ফেরে 
আমারও ইচ্ছা করে ফিরে যাই  নিজের বাসায়,
আবার বাঁচি নতুন করে 
জীবনটাকে সাজিয়ে তুলি নতুন কোন আশায়। 

ভাবনাগুলো ভাবনাই থাকে, আমি সেই যাযাবর
নেই কোন ঠিকানা মোর, নেই কোন সংসার,
জন সমুদ্রে মিশে গেছে
কেউ শুনতে পাচ্ছি না আমার অন্তরের হাহাকার। 

শ্রী রাজীব দত্ত 
কলকাতা, পশ্চিমবঙ্গ