অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
মনের বাঘ - দেওয়ান সেলিম চৌধূরী

নের ও বন আছে, বাঘ আছে তায়
কারনে অকারনে শুধু পিছু ধায়।
অতি যত্নে লালিত হয় বাঘের কায়া
মানুষের দূর্বল চিত্তে ফেলে তার ছায়া।
আষ্টে-পৃষ্টে বেধে রাখে নিজের শাসনে
আলো থেকে নিয়ে আসে অন্ধকার পানে।
মুক্তির পথে তার হিংস্র বিচরণ
বারে বারে জব্দ করে প্রশ্নবিদ্ধ মন।
নিজের সমস্ত বুদ্ধি করে বিসর্জন
অযৌক্তিক অন্ধ তিমিরে করে সমর্পন।
যুক্তির সমস্ত পথ বন্ধ করে তার
মানুষ থাকেনা মানুষ, শুধু অজ্ঞতার।
ভুলে যায় অন্ধপ্রায়, সৌন্দর্য্য বিধাতার
ফিরে আসে বারে বারে অন্ধকারে, কি অদ্ভুত কারবার।

দেওয়ান সেলিম চৌধূরী। অটোয়া