অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
খোরশেদ আলম এর দুটি ছড়া

আমরা হবো সোনার ছেলে
সুন সবাই গল্প করি
কখন যে কে যাবোই মরি
নেই ঠিকানা তার
জীবন গেলে সবাই জানি
ঝরবে কারো চোখের পানি
আসবে ফিরে আর?

চলার পথে কারোর মনে
ঘরে-বাইরে দূরের বনে
কেউবা পেলে দুখ
সবাই মিলে করবো ক্ষমা
রাখবো না একবিন্দু জমা
তবেই পাবো সুখ।

ঝগড়াঝাটি মিটিয়ে ফেলে
আমরা হবো সোনার ছেলে
শপথ করো আজ
হয়তো সময় পাবে নাকো
একটু সময় কাছে থাকো
কিসের এতো কাজ!

জগতের আলো
যায়না ধরা যায়না দেখা
তবুও তা আছে
যেখানে যাই দিবস-রাতে
থাকে কাছে-কাছে।

মানতে হলে জানতে হবে
যদি সবে মানি
না দেখলেও মিছে তা নয়
সকলে তা জানি।

একটু ভেবে জবাব দিও
অন্ধকারে আলো
যায়না ধরা যায়না দেখা
জগতের আলো!

খোরশেদ আলম
ডেমরা, ঢাকা