পুষ্পাঞ্জলি - জাহ্নবী জাইমা
বলেছিলে শীত ভেজা গোধুলী পথ হেঁটে সেঁজুতি সন্ধ্যায়
উঠবে মেতে আড্ডায়, আমার নীড়ের ফুল বাগিচায়
কুসুম কানন ফুলে ফুলে সুরভি ছড়াবে মনে
রাঙ্গা সালভিয়া, কসমস, দীর্ঘ গ্রীবার দ্বীপ্তিমান ক্যালেন্ডুলা
হাসি মুখে উচ্ছ্বাসিত জারবেরা, পিটুনিয়া, নীলাম্বরী লুপিং
কমলা বেগুনি অস্টার, বেগুনীর মাঝে সাদা ফ্লক্সফুল,
ললাটে দিয়ে শুভ্র বসনা রজনীগন্ধা, সাজিয়েছি নিজেকে,
তুমি আসবে বলে, ফুলের মাতাল গন্ধে খুঁজি তোমাকে
অপেক্ষায় গোলাপি সাদা বেগুনি গ্লাডিওলাস ডালিয়া।
বাহারী রংয়ের ফুল খোঁপায় গুঁজে যাব অভিসারে
তোমার প্রতীক্ষায় মল্লিকা, হলিহকও এন্টারহেনাম।
এমন কুহেলিকাময় পূষ্পশোভীত শীতের অপরাহ্নে,
অদূরে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মাতাল এই মন।
এক গুচ্ছ লাল গোলাপে ব্যাকুল অপেক্ষায় প্রতিটি প্রহর
এসো প্রিয় পূর্ণতা দাও, ভালবাসার উষ্ণ ছোঁয়ায়,
ভালোবাসি তাই পুষ্পাঞ্জলি অর্ঘ্য পরাবো গলায়।
জাহ্নবী জাইমা
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
15-01-2021
-
-