অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
পত্র দিও - আব্দুল্লাহ আল আহনাফ

প্রিয় নিবেদিতা,
হাড় কাঁপানো শীত পড়েছে, মাঘের শুক্লা তৃতীয়া আজ
আন্দাজ করে নিলাম বেশ আছো।
কবে দেখেছিলাম তোমায় সেই বর্ষণমুখর সন্ধ্যায়-
মনে হচ্ছে কয়েক কোটি আলোকবর্ষ পার করে এসেছি, 
অপেক্ষা আর সহ্য হচ্ছে না 
চলে যাই শীতনিদ্রায়!
কোনোদিন প্রণয়ের চন্দ্রাভিযানে গেলে জাগিয়ে তুলো,
নাম ধরে ডাকতে ইচ্ছে না করলে উপনামেই ডেকো
সাড়া দিব। 

জানো কি তুমি? 
কী চলে পরিণয়ের ছায়াপথে, 
প্রেম-অপ্রেম নিয়ে বিকিকিনি আজ
তুমি র'য়েছো বিরহের অন্তিম রথে। 

মহাকাল ক্ষয়ে কমে গেছে প্রণয়ের আয়ু
ধূসরিত অঙ্গন পূর্ণ করেছে দূষিত বায়ু ;
এখানে শ্বাস নিলে, 
মৃত্যু নিশ্চিত;
তুমি প্রেম দাও, নিবেদিতা
আমি বাঁচতে চাই।

আমাদের শহরের ক্যাপিটালিজমের নিয়ম 
ভেঙে দিয়েছে মেরুদণ্ড, 
ছাঁই করেছে প্রেমের আলপনায় আঁকা কুঁড়েঘর 
হৃদয় হয়েছে তিনশত বায়ান্ন খন্ড।

পরিশেষে, 
মার্কসবাদী হয়ে বলি
একখানা পত্র দিও,
ফেনিল জলরাশির মতন বিরাজমান হব তোমার বেনামি পত্রে।

আব্দুল্লাহ আল আহনাফ
শাহজাদপুর, সিরাজগঞ্জ