অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
একুশের অঙ্গীকার - ড. মহীতোষ গায়েন

কুশের চেতনায় আসুক নব উদ্দীপনা
অন‍্যায়, অবিচারের বিরদ্ধে দৃঢ় অঙ্গীকার,
খাদ্য ও কর্মের অধিকার হোক প্রতিষ্ঠিত
সমস্ত অশুভ আবর্ত পুড়ে হোক ছারখার।

নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন করে পাওয়ার
অনাবিল ইচ্ছা পূরিত হোক, সানন্দ সংলাপে
প্রতিভাসিত হোক দিবারাত্রির জীবন-কাব‍্য;
যাবতীয় অনাচার বিলুপ্ত হোক প্রেমালাপে।

অবদমিত প্রত‍্যাশা নিয়ে আর বেঁচে থাকা নয়
প্রতিরোধের লড়াই জারি হোক সমূহ সমাজে,
নবসূর্যোদয়ের আলো ছড়িয়ে পড়ুক গ্রাম, গঞ্জ
শহরে, সুনিশ্চিত নিরাপত্তা আসুক সমূহ কাজে।

ড. মহীতোষ গায়েন
অধ্যাপক, সিটি কলেজ, কলকাতা