সে চলে গেছে – নির্মল ভৌমিক
দূর অলক্ষ্য পানে সেই কবে
সে চলে গেছে,
একবারও ফিরে তাকায়নি জীর্ণ কুঠিরে
সে চলে গেছে দূর থেকে বহুদূরে!
ক্ষুদে এক অযুহাতের মারপ্যাঁচে
সে চলে গেছে,
যাওয়ার সময় আমাকে বলে গেছে
ভুলে যাও,কখনো কখনো ভুলে যেতে হয়!
আমি ভুলে যেতে পারি নি
বারবার শতবার তাকে মনে পড়ে,
শূন্য বাটে পথ চেয়ে থাকি
যে ফিরবে,সে ফিরেনি
সে চলে গেছে নতুন দিগন্তে!
ভালোবাসার যত্নে লালিত ফুলগুলো
নিমিষেই পায়ে মাড়িয়ে
সে চলে গেছে গত বর্ষা বিদায়ে
ফিরে আসেনি,একবারও তাকায়নি ফিরে !
আমার অনুভূতির পাঁজর মর্মর ভেঙেছে
যে শব্দ সে কখনোই শুনতে পায়নি,শুনতে পাবে না
সুখ বৈভবের নিত্য সুখ সন্ধানে
সে চলে গেছে!
ভালোবাসা উড়ে গেছে অচীন দেশে
ফিরেনি বুকের তলদেশে,
সে চলে গিয়ে রেখে গেছে স্মৃতি,রেখে গেছে মায়া
রেখে যাওয়া স্মৃতিতে এখন হাঁটি আনমনা!
নির্মল ভৌমিক
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
-
ছড়া ও কবিতা
-
17-01-2021
-
-