এবিএম সাহাব উদ্দিনের দু’টি কবিতা
ঠিকানা জানেনা পথিক
পথের ঠিকানা জানেনা পথিক
তবু নেমে পড়েছে শত পথিকের ভিড়ে
অচেনা জগৎ; ঘনঘোর রহস্যের
ঘেরটোপ চারিদকে, চেনা অচেনার আনাগোনা
দুর্ভিক্ষ দূর্বিপাক, যেখানে গাঙচিল ঠোকরায় মাছেদের ঝাঁক
শামুকের বুক চিরে তোলে সঙ্গতিহীন
শব্দের বিন্যাস। সঙ্গতি আর খোঁজেনা কেউ
কোথাও কেউ নেই সঙ্গ দেবার!
চেনা বামনেরা নির্বিকার
আঁধার আড়াল করে মিট মিট হাসে
অন্তরালে চিলের থাবায় উড়ে শিকারী দৃষ্টি
কিছু চামচিকা বিদিশায় ভয়ার্ত বেগে গোত্তা খায়
চেনা বামনের দৃষ্টিসীমায়।
অচেনা পথিক লক্ষ্যে স্থির, ভাবে একদিন
পৌঁছে যাবেই,
ঠিকানা বলেনা কেউ
তবু সিদ্ধান্ত নিয়েছে দূর্নিবার,
সিন্দাবাদের মত পৌঁছে যাবেই একদিন দারুচিনি দেশে
যেখানে সোনালী পাখায় ভর করে গানের পাখিরা গায়
সুর তাল লয় মেনে উচ্চাঙ্গ ধারায়।
ক্ষমা করো
নীলিমার নক্ষত্রদের দেখা যায় যোজন যোজন দুর থেকে
অনুভবে স্পর্শহীন অনুভূতি শুধু জাগে
তবু তারা যেন বাস্তব; সাথি অনাদিকালের।
আমার নীলিমায় তোমার যে ছবি হীরন্ময় জ্যোতিতে দেদিপ্যমান,
সুদুরিকা হয়ে হাতছানি দ্যায় দিনরাত
সে কি বাস্তব নয়?
সেই ভাষাহীন, স্পর্ষহীন স্পর্ষকাতরতা যদি অস্থির করে অতি
যদি বন্দী হতে চায় কোমল বাহুর বেষ্টনে,
তবে ক্ষমা করো প্রিয়ে
এ আমার নিতান্ত অর্নিধারিত পরিনতি।।
এবিএম সাহাব উদ্দিন
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
17-01-2021
-
-