মানুষ কাঁদছে/ সত্যেন্দ্রনাথ পাইন
হে ঈশ্বর, হে নাথ
কিসের জন্য এত কান্না, এত হাহাকার
দুঃখ সুখের লক্ষধারায়
পাত্র কী ভরেনি তোমার?
ফুলে ফলে শাখায় শাখায়
ঝড়ে পড়ছে
ছন্দ হীনতা শুধু!!
গড়াগড়ি দিচ্ছে মানবিকতা
নিশ্বাসে উপচে পড়ছে
সুপ্ত হরিণীর
বিবশ মৌনতা
নিঠুর পীড়নে করোনা যখন
জানায় মানুষের
অসহায়ত্ব---!!
ভরাও তোমার আঙিনা।
জাগিয়ে তোলো
ইতিবাচক সভ্যতার গতি
নত মাথায় মঙ্গলের হোক্ আরতি
জোছনায় ভরুক উঠোন।
ক্ষমা আনুক সরলতার সেবা
নব বসন্তের আহ্বানে
জানলা গলে ঢুকে আসুক
নব প্রাণের আনন্দ।।
সত্যেন্দ্রনাথ পাইন। পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
19-01-2021
-
-