অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
ঝলসানো সুখের মহড়া – মুতাকাব্বির মাসুদ

শীতেরও একটা দুরূহ সৌন্দর্য আছে।
কুয়াশার আঁচলে ঘোমটা টেনে মুখ ঢেকে দেয় 
রোদের অন্তিম প্রহরে। কাকও সে কথা জানে! 
সাঁঝের জোনাকি শীত গিলে খায় ধোঁয়ার ভেতর 
অঞ্জলি ভরে!মধ্যবিত্ত সেই বহুরূপী শীত-
নিম্নবিত্তের তপ্ত উনুন-পোড়া রুটির ভেতর 
ঝলসানো সুখের মহড়া! অসুস্থ রোদজ্বলা-শিশির! অলস বেকেল সুখের উম খুঁজে ঘরফেরা একজোড়া ধবল হাঁসের বরফ শরীরে- পিঙ্গল ডানার নিচে! 
চপল মুনিয়া পাতার আড়ালে উম খুঁজে নেয় ক্লান্ত দিনের শেষে। 
মানুষ তবুও খুঁজে অনাদিকাল থেকে 
কবোষ্ণ জলের ভেতর-শীতের ভেতর, 
ধুয়ালি আকাশের বিবস্ত্র ধূসর শরীরে,দীপ্তিহীন জীবনের পাণ্ডুলিপি! 
মানুষের মতো শীতেরও গভীর অসুখ এখন 
রোদের আতুড়ঘরে নিস্পন্দ জীবনের আড়ালে! 
এক অদ্ভুত অসুখ এখন
মানুষের ভেতরে-বাহিরে! 

মুতাকাব্বির মাসুদ। শ্রীমঙ্গল