অটোয়া, সোমবার ৭ জুলাই, ২০২৫
প্রবীর রঞ্জন মণ্ডলের কবিতা

চিন্তার বর্ম
রকম নীল আকাশের গন্ধ শুঁকতে শুঁকতে 
কালো মেঘ জমে গেছে সবুজ বারান্দা জুড়ে।
রাতের তারায় আঁশটে গন্ধ 
লেপ্টে দিয়েছে বারাঙ্গনা মেঘ।
চারিদিকে মাঝে মাঝে রূপোলি হাতছানি
থমকে দাঁড়াচ্ছে শিশিরভেজা নীল চোখ!
দ‍্যুর্লোক ভূলোক একাকার করে 
ওই যেন কে আসছে আমাদের পাড়ায়?
তাই তো ঘেমে নেয়ে একশা হয়ে 
বসে আছি সবুজ পাতায়,
মাথায় এখন আমার চিন্তার বর্ম
নিজের ধর্ম বজায় রাখতে পারব কীনা
তাই বসে বসে ভাবছি এখন।

মরীচিকা মন
নীল নীল বিছানায় মরীচিকা মন
শুয়ে শুয়ে শরীর কাটায় কিছুক্ষণ 
তারপর বিছানায় অষ্টবক্র সাপ
মাঝে মাঝে দুমদাম মেরে ওঠে লাফ।
জিরাফের গলা নিয়ে মাথা বার করি
সাপের শরীরখানা বুকে চেপে ধরি,
বুকের মধ্যে লুকিয়ে মাথা ফোঁস ফোঁস করে 
সমস্ত পেশি আর স্নায়ু সব নড়েচড়ে।
কখনযে বিষদাঁত ঘষে ঘষে বশ
গোপন অঙ্গে ঝরে জারিত রস!
আমিও তারিয়ে কখন হই জ্বালাময় 
দিনে দিনে ঘটে যায় সব পাপক্ষয়।

প্রবীর রঞ্জন মণ্ডল 
দঃ২৪পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত