অটোয়া, মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৫
প্রেম কি়ংবা দ্রোহে - নজমুল হেলাল

সুখের অভিনয় আর সুখী হওয়া এক কথা নয়
অসুখীও অভিনয় করে 
না ক'রে উপায় থাকে না কখনও কখনও 
নকল হাসি 
গরীবের ধনী ধনী ভাব 
নকল ভদ্রলোক 
মেকি পণ্ডিত  ভণ্ড সাধু 
ভেজাল পণ্যের মত বাড়ছে যত্রতত্র আশঙ্কাজনক

প্রেম কিংবা দ্রোহে
ভেতর কিংবা বাহির একই হলে 
আর কিছু না হোক 
সততা'র শিকড় ছড়িয়ে যায় সব দিকে
আমরাও বেড়ে উঠি নিরাপদ নিরন্তর

নজমুল হেলাল। ঢাকা