ঘাসফুল নাকের নথ - মুতাকাব্বির মাসুদ
পছন্দ হলে চিবুক ছুঁয়ে দাও
মনের লুকোনো বাসর ঘরে
থেমে যাক পেছনের যতো কথা
মধ্যরাতের পদ্যগুলো যদিও তোমার সংসদীয় বুকে
আগের মতো ছন্দে ছন্দে মুখরিত হয় না!
এখানে হিম হয়ে পড়ে আছে আমার প্রেমহীন মরালের অমীমাংসিত ফসিল।
রুগ্ন রাঙা ঠোঁটে-নিবিড় প্রণয় শঙ্খ
নদিত হয়না তোমার সুশাসিত সেই সুশীল বুকের পীনোন্নত মন্দিরে, মুক্ত প্রেমের স্লোগানে স্লোগানে
উদ্দাম-উদ্বেল আনন্দে।
আমি দেখি
এক বুক ক্ষত নিয়ে বিপন্ন নক্ষত্রের আঁচল,
কাজল মেঘের আড়াল, বিনিদ্র চাঁদের
পিঙ্গল কুসুম শরীরে শুয়ে আছে সমকামী রোদ
বিপন্ন সভ্যতা বন্ধ্যা যৌবনি ভাঁজে
আলোহীন-দীপ্তিহীন; তবুও তুমি অনুদ্বিগ্ন
অবিনাশী প্রেম লুকিয়ে রাখো ক্যাঙ্গারুর মতো
মাচা বান্ধা তোমার পঞ্চায়েতি বুকের ধূসর পল্লবে।
আকাশের বেদনা ক্লান্ত নীল নীল ঢেউ
ক্রমাগত হারিয়ে যায় পাখির উর্বশী ডানায়
দুনিয়া কাঁপানো অনিরুদ্ধ প্রেমের দীর্ঘশ্বাসে!
নিপীড়িত বাসর ঘর-নগ্ন আয়োজন-বিশীর্ণ চপল ঠোঁট
মৃদু স্পন্দনে তোমার যৌবনের বিলয় যাত্রা
নাকের ডগায় বিন্দু বিন্দু স্বেদজ
ঘাসফুল নাকের নথ-দোলায় তোমার
অনগ্ন বুকের পাঁজর; অনঘ প্রেমের নিসাসে নিসাসে
তবুও ছুঁয়ে দাও মধ্য রাতে একটি ফেরারি পেঁচার
দুর্বোধ্য কণ্ঠে উচ্চারিত অমর প্রেমের স্লোগান
তোমার প্রণয় দহন আগুনেসত্তা নিয়ে মিশে যাক দুর্বিষহ অস্তিত্বের নন্দিত কারাগারে; জোড়া সারস
হারিয়েতো যাবেই একদিন
মাটির অনাথ জমিনে অভিগ্রস্ত প্রেমে
লুণ্ঠিত মানবিক অধিকারের স্লোগানে স্লোগানে
ঈশ্বরের দুর্বিনীত রাজনৈতিক গুলজারে!
মুতাকাব্বির মাসুদ
শ্রীমঙ্গল, বাংলাদেশ
২৫ জানুয়ারি ২০২১
-
ছড়া ও কবিতা
-
27-01-2021
-
-