অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
স্বপ্নের শেষে - দেওয়ান সেলিম চৌধুরী

কৈশোরে গণক বলেছিল, আয়ূমোর আটষট্টি বছর
   অনূর্ধ্ব সত্তুর।
বয়সের মোহে পড়ে মনে হলো ধূত্তর
   সেতো অনেক দূর।
চোখের পলক ফেলে চেয়ে দেখি
   অতি কাছে তার
সময় এসে গেলো দ্রুত পায়ে
   নোঙ্গর তোলার।
হারা জেতা সব কিছু করে  একাকার
   চাওয়া ও পাওয়ার
দ্রুত পায়ে চলেছে সম্মুখে
   একাকী আমার।
জীবন নামের এই স্বপ্নের শেষে
   অজানা দেশে
যদি গাংচিল শালিকের মত উড়ে যাই
   না ফেরার দেশে
ফেলে আসা কিছু স্মৃতি যদি আসে ভেসে
   অস্পষ্টতায় অবশেষে।
নেশাগ্রস্ত মানুষের মতো, হয়তো কিছু পড়িবে মনে
   বাকিটুকু যাবে খসে।
স্বপ্নের শেষে, জানিনা কোথায় রবো
   কোন আবেশে
হয়তো সমস্ত কল্পনার হবে অবসান
   মৃত্তিকায় মিশে।

দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া