মাঝে মাঝে বসন্ত- টিটোন হোসেন
নির্মাতার ভূমিকায় তুমি
অনর্গল অভিনয়ে নাচি
কখনো সত্য কখনো মিথ্যা
গোধূলি সন্ধ্যায়...
সন্ধ্যাও মিলিয়ে যায়
আঁধার আগমনী!
বাঁধা পড়ে জীবন
সময় পেরিয়ে আযানের ধ্বনি।
ছেড়ে যায় হৃদয়,
সময়; অসময়ে থেকে যায়,
সভ্য; অসভ্য হয়ে ওঠে
বিষ হয়ে ওঠে অমৃত
আঁধারে ফুটে ওঠে কিছু চিহ্ন
অনর্গল অভিনয়ে।
ধর্মান্তরিত হয় কতো চাওয়া,
বিষাদের বিষ উতরিয়ে ওঠে
সময়ের মঞ্চে সবাই অভিনেতা;
উল্টো পথের পথিক...
আসে যায় সময়ে অসময়ে;
আকুতি বাঁড়ায়, কমায়,অক্ষম হৃদয়
অমসৃণ ত্বক ঢাকে পাউডারে,
কালো চোখে আরো কালির পরত,
চন্দন কাঠের কষ্টে
মাঝে মাঝে বিপাকে হৃদয়।
বেস্যার খাতায় লেখা নাম
বেসামাল বাতিঘরে...
আলো জ্বলে, আলো নিভে;
প্রচন্ড দাবদাহের পর
মাঝে মাঝে বসন্ত আসে।
ঋতুর নির্দয়তা সাক্ষী,
কলসির পানির মতো
নববধূর কোলে চড়ে...
নদীও নাচে ঢেউয়ের তালে,
অনর্গল অভিনয়ে।
টিটোন হোসেন
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা
-
ছড়া ও কবিতা
-
04-02-2021
-
-