অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বিবেক - শ্রী রাজীব দত্ত

জ্বলছে  চিতা 
উঠছে আগুন
পুড়ছে বড় মানুষের  লাশ,
শেষ হয়েছে অহংকার
শেষ সর্বনাশ। 

কি হলো এত পয়সা? 
কোথায় তোমার পালঙ্ক? 
কোথায় তোমার নবাবীয়ানা? 
শেষ হয়েছে সব আতঙ্ক। 

বেঁচে থাকতে, মানুষকে মানুষ ভাবো নি
ভেবেছ কেবল পশু।
কাউকে কখনো আহার দাও নি 
অনাথ হয়েছে অনেক শিশু। 

তুমি পাপ থেকে পাপ ভাবোনি
ভেবেছিলে ওটাই পুণ্য। 
কুবেরের ধনসম্পত্তি পেয়েও 
অহংকারী রাজা, তুমি আজ শুন্য। 

জীবনের শেষে তুমি কি পেলে? 
কোথায় গেল দামি গাড়ি? 
সব হিসাব মুছে ফেলে
জীবন করল তোমার সাথে আড়ি।

শ্রী রাজীব দত্ত। কলকাতা