অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
পার্থ সারথী চৌধুরীর দু’টি কবিতা

হতেও তো পারে 

To be, or not to be: that is the question 
--- William Shakespeare

হতেও তো পারে নাও হতে পারে 
প্রশ্ন তো এখানেই।
রক্তজবার লাল দিয়ে কি ভালোবাসা হয়?
রক্তজবার লাল নিয়ে কি প্রেম হয়? 
রক্তজবার লাল দিয়ে প্রেম-ভালোবাসা হয়? 
হতেও তো পারে, নাও হতে পারে 
প্রশ্ন তো এখানেই।
রক্তের রং নীল হলে ভালোবাসার রং হয় সাদা 
রক্ত দিয়ে ভালোবাসা নিলে রং হয় নীল  
রক্ত দিয়ে ভালোবাসা দিলে রং হয় সবুজ।
প্রশ্ন তো সেখানেই
হতেও তো পারে, নাও হতে পারে।
রক্তজবার দলে স্মিত মায়াবী হাসি 
বৃন্তে বাধা সবুজ অটুট ভালোবাসা 
ভালোবাসা দিলে ভালোবাসা নিলে 
সবুজে লালে সজীব ভালোবাসা।
প্রশ্ন তো সেখানেই  
হতেও তো পারে, আবার, নাও হতে পারে।

হাঁটছি 
আমি হাঁটছি সুরমার তীর ঘেঁষে 
সন্ধ্যে বেলায়
হেলায় 
সময় কাটছে
সাদা বক এক একাকী উড়ছে তো উড়ছে। 
একজোড়া কালো কাক উড়ে গেলো 
আঁধার নেমে আসছে 
হাসছে
আবছা আলোয় 
খিলখিল ঐদূরে কারা যেন জোড়ায় জোড়ায়।

পার্থ সারথী চৌধুরীর। সিলেট