অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মোঃ শহিদুল ইসলাম এর দু’টি কবিতা

কেন তুমি দূরে
যথা, অভিমানে হারিয়ে গেলে
গভীর চোরাবালির তলদেশে;
যৌবনের অল্পটুকু আনন্দ 
কতটুকুই উপভোগ করলাম জীবনে,
কত কাছে ছিলে তুমি
হৃদয় স্পন্দনের ঠিক মাঝখানে 
ভালোবাসার স্পর্শে
রৌদ্রজ্বল বিকেল পাখির কলতানে মুখর
যৌবনে প্রেমের বিশাল ময়দান।
সেই সময়, সেই দিন
বসন্তের বিশাল সুগন্ধি মেঠোপথ;
রক্ত শিরায় শিরায় বেঁজে ওঠে
তোমার আমার প্রেমের স্বপ্নসুখ।
তুমি দূরে থাকলে
হৃদয়ের স‍্যাঁতসেঁতে মরুদ‍্যান
নিমেষেই হয়ে যায় সাহারা মরুভূমি।
কখনও কখনও জীবন চলার পথে
সঠিক নির্দেশনা দিয়েছিলে
গভীর প্রেমের আচ্ছাদনায়-
এই জীবনে কেমনে ভুলে থাকি 
শত চেষ্টা করেও ভুলতে পারি না'
স্মৃতির ডাইরির পাতাগুলো
আজও সযত্নে রেখে দিয়েছি আলমারিতে।
আমি একদিন কর্মের খোঁজে চলে গেলাম
কর্দমাক্ত মেঠোপথ পেরিয়ে 
ইট পাথরে ঘেরা আধুনিক শহরে;
টাকাও জমাতে লাগলাম দিনে দিনে
বছর পেরিয়ে গেলো:
হঠাৎ একদিন উকিল বাবুর সাথে বিয়ে হলো
চলে গেলে অনেক দূরে 
নিজের জীবনকে সাজিয়ে নিলে নতুন করে
আর আমি ভালোবাসার দিনগুলো মনে করে
আজও চোখের জল ফেলি অনবরত
বিশ্বাসঘাতকের করালগ্রাসে জীবন আমার
আগ্নেয়গিরির মতো জ্বলে প্রতিমুহুর্তে
আজ তুমি কতদূরে,
আমি বালুর চরে একাকী হেঁটে চলি
স্মৃতিগুলো ভেসে নিয়ে যায় অথৈ জলে।

ভেজাল
প্রেম আর ভালোবাসার মধ‍্যে
ভেজাল ঢুকে গেছে,
খাদ্যের ভিতরে এবং বাহিরে 
ভেজালে অক্টোপাস:
নিষিদ্ধ পল্লীর চারিদিকে 
অষ্টভূজ ভেজাল-
দূরারোগ‍্য ব‍্যথিতে পরিণত হয়েছে।
সংসারজীবনে ভেজাল ঢুকে পড়েছে
স্বামী দেখে খবর, বউ দেখবে স্টার জলসা
কি তুমুল বাকবির্তক
যুদ্ধের দামামা বাঁজে ঘরে ঘরে
এ যেন প্রত‍্যহ চলে সমাজের ভেতরে।
আর কত ভেজালে আক্রান্ত হবে পৃথিবী 
বায়ুমণ্ডল এবং জনজীবন,
মানুষের প্রভাবে আর কত বন উজার হবে
ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে
আর কতদিন সময় লাগবে মানবজাতির:
ভেজালের করালগ্রাসে দেশীয় মৎস‍্যভান্ডার
চাষযোগ‍্য মাছের ভীড়ে হারিয়ে যাচ্ছে
সুস্বাদু বাহারি রকমের মাছগুলো:
ফরমালিন খাবারে বেড়ে যাচ্ছে অসুখ
হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভীড়;
ভেজাল ঢুকে পড়েছে জ্ঞাতির মাঝে
মুরব্বি দেখলে যুবকেরা সালাম,শ্রদ্ধা
আগের মতন আর নিবেদন করে না।
ভেজালে ভরা ইন্টারনেট 
কোনটি সত‍্য,কোনটি মিথ্যা 
তথ্যগুলো খুঁজে বের করা কষ্টসাধ‍্য,
ভেজাল ঢুকে পড়েছে মানুষের রক্তে
নিস্তেজ করে ফেলছে জীবন,
ভেজালে ভেজালে সমাজ আজ ভঙ্গুর
দ্বায়ভার গোটা জাতির উপর
এখনও কি আর মনে হয়?
আগের মতন পৃথিবী থাকবে সুস্থ সুন্দর।

মোঃ শহিদুল ইসলাম
নওগাঁ, বাংলাদেশ