অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বসন্ত বক্ষপঞ্জর - পারভীন আকতার

ন্দিত হিয়া পটুয়া আঁকিয়া জলমগ্ন তানে,
নিখিল চাঁদের জাঁকালো আলোয়ভরা গানে।
জয়ধ্বনি আজি উঠিল বাঁজি,
বক্ষপঞ্জর বিগলিত অঙ্কুরে সাজি।
গগনে তমসা হেরিয়া বসন্ত অঙ্গনা উন্মনে।

লহরী তুলিয়া খাঁ খাঁ উত্তাপ জাফরি ধুম্র ধ্যানে,
কাছে নাহি সমুদ্রের গর্জন ধুব্রপদ পঞ্চবানে।
কে ডাকিল বাঁশির কাঞ্চায় আজি,
খেয়ায় বসিয়া একেলা গান সাধে মাঝি।
বাসন্তী রঙা টিপের মুলুকে রণাঙ্গন রস চন্দনে।

রাহা সওদা হইবে মোহনায় দুই হৃদ কম্পনে,
সঁপা হইবে সঞ্চিত ফাগুনের আবীর অঙ্গনে।
হিরণ্ময় যুগল হিমাঙ্কে হার্দ্য দিগন্তে,
সম্মোহিত ভুঁই দিব্যলোক অনন্তে।
ছোঁয়া লাগিয়া বসন্ত মাতিলো ঝুনঝুন চরণে।

অহোরাত্র জংলায় খুঁজিয়া অঙ্গসৌষ্ঠব দহনে,
নিঃসঙ্গ পুত্তলি মায়া ধরিয়া কাঁদে পুরাণ গহনে।
হিয়ায় অচিরেই বিঁধিলে কাঁটা,
আঁখি ছলছল জোয়ার ভাটা।
বসন্ত আঁচ খচিত তারুণ্য নিকুঞ্জ মন পবনে।

পারভীন আকতার
শিক্ষক, কবি ও প্রাবন্ধিক
চট্টগ্রাম।