‘২১ তোমায় লাল সালাম - এবিএম সাহাব উদ্দিন
মহান ৮ই ফালগুন একটি নিদাঘ রবী, বাঙালীর হৃদয় সৌরাকাশে জ্যোর্তিময়
একফালী তারা হারা একটি দিবস, মেঘনাথ মৃত্যু বাণবিদ্ধ রাবন হৃদয়,
একমুঠো বজ্রকঠিন শপথের দিন; বাঙালীর একটি চেতনা।
খুনের মূল্যে ছিনে আনা স্বাধীকার, আমার প্রিয়ার চঞ্চল ভালবাসা,
রবীন্দ্র, নজরুল, জীবনান্দ কবির অনবদ্য জীবন্ত কবিতার ভাষা
বাঙালী শিশুর অস্ফুট ধ্বণী মা-
আমার মায়ের হৃদয় জুড়ানো সুমিষ্ট উচ্চারণ।
তুমি আমার অনুরাগের প্রেমের প্রতিবাদের ভাষা
আ'মরি বাঙলা ভাষা, বিশ্বময় সকল ভাষার অহংকার
প্রতিনিয়ত জাগ্রত কর বাঙালীর ভাষাবোধ,
মাথা তুলে দাঁড়িয়েছো আজ অনন্য মহিমায়।
হে ভাস্কর ফালগুন, ষড়ঋতুর বিচিত্র ডালিতে অবিস্মরনীয়, তুমি ছিড়ে পড়া
পলাশ শিমুল, জীবন্ত ছবির মত ফিরে আসো বারবার, রক্তঝরা বুকে শ্লোগান মুখর
সৃজন করেছো এক অভূতপূর্ব স্বর্নোজ্জল ইতিহাস; সকরুণ।
এখনো ভেসে ওঠে চোখে, ছুটছে মিছিল শ্লোগানমুখর
এখনো ভেসে ওঠে রফিক শফিউর, বরকত সালাম জব্বার এর বুক বেয়ে নেমে আসা অনন্য
লাল শণিতধারা, এখনো কাঁদেন মা কাঁদে প্রিয়া, প্রিয় বাংলা আমার।
এখনো তুমি ফিরে চাও স্বাধীকার; এখনো উৎক্ষিপ্ত হয় উত্তপ্ত ভিসুভিয়াস।
সমগ্র মানচিত্র জুড়ে স্বাধীকার খুঁড়েছে শ্বসান
প্রেতের ভয়ে মা আমার খোঁজে অবিরাম
শুনেছে বরকত নাকি লিখেছে চিঠির খাম; সালাম করেছে উদাত্ত আহ্বান,
‘২১ তোমায় লাল সালাম।
এবিএম সাহাব উদ্দিন। বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
14-02-2021
-
-