বিকাশ চন্দ'র দুটি কবিতা
শ্যাওলা শরীরে জনম অরণ্য রতন
মেঘেরা জানেনা মাটি ছুঁয়ে বেঁচে আছে বৃষ্টি ভেজা সুখ
অভিষিক্ত সময়ের গাছ মাটি ছুঁয়ে বাঁচে সবুজ ঈশ্বর,
বৃষ্টি শব্দ জানে ভরা কলসি দোলে কামিনী কোমর ছুঁয়ে---
ঘরের উঠোনে লতা গুল্ম জানে সব বৃষ্টি ফোঁটায় মুক্তো কণা
জানে সে ঘরনি প্রজাপতি ছুঁয়ে গেছে আলগোছে অঙ্গ ভরণী।
কত জনই জানে এই নশ্বর সময়ে হাঁটে অগোচরে দর্প কাল---
ভিটে মাটি উবে যাওয়ার গোপন সে মিথুন মুদ্রা কৌশল খেলা,
কেউ বোঝে ঠাকুর মহিমা কেউ মসজিদ ইমাম আউলিয়া বাউল
কোথাও সৌজন্যে অবনত দেবদাসী অন্তর্গত গর্ভগৃহ লীলা,
পায়ে পায়ে জন্ম বেড়ি অনন্ত শেকড়ে বাকড়ে অরণ্য সংসার।
হৃদয় জুড়ে নম্র আত্ম বলয় তখন নেচেছে জোড়া শালিক ---
এক চিলতে রোদের আড়ালে মায়া আলো ডানার শরমে,
ছড়িয়েছে অরণ্য উদাস বেলা বাকলে ফাটলে আত্মার টান---
তবুও চন্দন বনে মৃত আত্মার ছায়া ভাসে বারুদের ঘ্রাণে,
বন দিঘিতে জল ছুঁয়েছে হরিন হরিণী শরীরে রতি আলপনা।
বন বাসরে আঁতুড় ঘরে জন্মেছিল সামাজিক সমকাম---
পুরনো গাছের শরীরে আদিরসে ভাসে শ্যাওলা আদর
ছড়ানো লালমাটিয়া ঘেরা ঘর ঘুম ঘোরে জাগে সৃষ্টি শ্বাস,
এখনো রোদেরা হাসে বৃষ্টিতে ভাসে সকল মিথুন রিপু---
মহুয়ার গন্ধে জীবন শ্যাওলা শরীরে জনম অরণ্য রতন।
রক্ত বীজে অক্ষর জন্ম
এখন দশ দিকে চিৎকার গাঁয়ের লোক চিনেছে শহুরে শরীর
কেউতো ভোলেনি দরপোড়া দুপুরে অকাল চিতার উত্তাপ,
ভাঙা ঘরে ঢুকেছে বিষের বাতাস,
সধবা আঁচলে বাঁধা সকালের রক্ত জবা এক গোছা---
নিসর্গ তুলসী তলায় গত দিন ছিল প্রচ্ছন্ন বিপদ সংকেত
তিনিই নাকি কন্দর্প কান্তি পুরুষ পবিত্র ইচ্ছের বিধাতা।
হঠাৎই প্রতিহিংসার ঘরে বিধবা চোখে আগুন আত্মা জ্বলে
জনপদে ছড়িয়ে ছিটিয়ে হাড় মাংস মজ্জার কুশলী প্রচার প্রকৃতি,
বিচ্ছিন্ন ঘর দোর এলোমেলো ভদ্রতা ছেঁড়া ফাটা শরীর ও তাই
অচেনা আত্মারা খুঁজে ফেরে আততায়ী মুখের ছায়া,
তর্জনী জানে কতটা স্তাবকতা ঘিরে আছে কুশলী মঞ্চ প্রভা ---
বন জঙ্গলে মাঠ খসড়ায় শিকড়ে বাকড়ে নাড়ি ছেঁড়া সংসারী কথা।
সামাজিক সময়েরা মাঠে ঘাটে পায়ে পায়ে ঘিরে আছে সোনাঝুরি
দিঘি জলে স্নান সেরে ফিরে গেলে সাথে হাঁটে আত্মার ছায়া,
খোলস ছেড়ে বেরিয়েছে মানুষের চেহারা চলনে বলনে অন্যতর
আদুরে দুলাল সব মানুষের উঠোনে আজ প্রকৃতি পড়শী,
ভাঙা ঘরের উঠোনে হঠাৎই নগ্ন রাজা নগ্নিকা রানী---
মায়া চোখে আবেদন যেন কেউ সেবা দাস কেউ আদৃতা সেবাদাসী।
জলের প্রকৃতি বোঝে না মানুষ তবু জল জন্ম ঘরে বাঁচে---
উৎসর্গ খেলায় আমারও রক্ত বীজে অক্ষর খোলা পাতায়।
বিকাশ চন্দ
কুমারপুর, কাঁথি, পূর্ব মেদিনীপুর।
পশ্চিম বঙ্গ, ভারত।
-
ছড়া ও কবিতা
-
16-02-2021
-
-