বাংলা ভাষার জয় - সুজিত হালদার
একুশ কখন ফুল ফোটালো
রক্ত রাঙা লালে
শাপলা শালুক ঘুম ভাঙালো
প্রভাত-ফেরির কালে।
পলাশ শিমুল সাজলো ওগো
খুন রাঙা ঐ লালে
বাংলা ভাষা সোহাগ মাখে
বর্ণমালার ভালে।
কোন ভাষাটি আছে বলো
আমার ভাষার মতো
এই ভাষাতেই মিশে আছে
সুধা মধু যতো।
সম্মানের ঐ মালা পরে
বিশ্ব-জগৎময়
বাংলা ভাষা সব ভাষাতেই
পেলো খ্যাতি জয়।
সুজিত হালদার
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
23-02-2021
-
-