একুশের বলিদান - শ্রী রাজীব দত্ত
ঝরেছে অনেক রক্ত
ঝরেছে তাজা প্রাণ
ভাষার জন্য লড়েছে তারা
মহান একুশের বলিদান।
শিরদাঁড়া সোজা রেখে
প্রতিবাদ যাদের মন্ত্র
মায়ের ভাষাকে সম্মান জানিয়ে
মাতৃভাষা হয়েছিল যুদ্ধের যন্ত্র।
অমর একুশে
আজ উৎসবের আয়োজন
মায়ের চোখ পানিতে ভিজেছিল
হারিয়েছিল আপন স্বজন।
একুশ মানে, উদ্দীপনার শক্তি
একুশ মানে
মাতৃভাষার মাধ্যমে জীবনের মুক্তি
বাংলা মায়ের বীর সন্তান
তোমাদের অজস্র প্রণাম
বাঙালি হয়ে বাংলায় কথা বলি
এটাই মোদের অহংকারী সম্মান।
শ্রী রাজীব দত্ত। কলকাতা
-
ছড়া ও কবিতা
-
24-02-2021
-
-