অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
প্রস্থান - নেজাম উদ্দিন

গমন; প্রস্থানের সূত্র মেনে
চলছে নিরন্তর,
জন্মালে যে মরতে হবে
নেই উপায়ন্তর।

পয়দাদিবস-মরণদিবস
কত দিবস যায়,
কার কাছে তা কত মানে
আপনত্বে বলে তা–ই।

প্রভাত হতেই সূয্যিমামার 
কিরণ তেজে কেঁদে,
আসছি নাকি মায়ের কোলে
মনুষ্য অবয়বে।

দিবস গেলো-বছর ফুরালো
হচ্ছি ছোট দিনে,
কে বলে যে বয়স বাড়ে
সীমার দিকে চেয়ে।

ছুটছি তবে সবে মিলে
উৎস ভিন্ন নয়,
ফিরব ফের সেই আপনালয়ে
থাকে কোনজনায়?

মান-অভিমান মধ্যখানে
স্মৃতির মালা গাঁথে,
পটল তোলা না হলে তা
কাঁদায় পথে পথে।

আসছি যখন যেতেই হবে
রাখার সাধ্য নাই,
যাব বলে তাই বলে কি
সুখেন্দু হতে নেই?

স্মৃতিগুলো উজ্জীবিত
জ্বলছে উজ্জ্বলে,
মাফিয়াতো নয় তবুও কেন
কাঁদছি নির্জনে?

নেজাম উদ্দিন
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।