অটোয়া, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি, ২০২৫
নারী - রাফায়াত উল্লাহ তন্ময়

মি ভালো নেই!
চারিদিকে হায়েনাদের উল্লাস।
জ্বলজ্বল করতে থাকা চোখে যেনো
ক্ষিপ্রতার জ্বলোচ্ছাস!

কেহ চায় নি জানতে
কোন মায়ায় এখনো
জেগে আছে মন!
শুধু চেয়েছে জানতে 
ভাঙ্গতে থাকা এই দেহখানার বিবরণ 

অন্ধকার চারিদিকে যেনো
শুনতে পাই ভৌতিক সব হাসি
আমিও তো মানুষ
আমারও তো শুনতে ইচ্ছে করে
ভালোবাসি, ভালোবাসি!

যেদিকে চোখ যায় দেখি
ক্ষুধার্ত চোখগুলোর দাবানাল
সুপ্ত এই মনে সিক্ত বাসনা জাগে
ভাঙ্গতে অসহায়ত্বের শিকল।

তবুও শত বাঁধা পেরিয়ে
জীবন নদী দিতে হবে পাড়ি
জীবনটা যে আমার সংগ্রামের
কারণ আমি যে নারী!

রাফায়াত উল্লাহ তন্ময়
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।