অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সুক্ষ্ম আঁচড় - টিটোন হোসেন

নিখুঁত চিত্রকর হয়ে উঠেছি 
অবলীলায় একে দিতে শিখেছি, 
একটি ঘর দু'দরজা, জানালা
পাশে শুয়ে থাকা বিড়ালটা।

মুখের প্রতিচ্ছবি নাকের ফুল
নাকের পাশে অপূর্ব তিল,
মায়াবী হরিণীর অপূর্ব চোখ 
চোখের নিচ অবধি কালো রেখা।

তুলির সুক্ষ্ম আঁচড় শরীরে
লাল, নীল, সবুজ রং ছোঁয়া, 
মাধুরি মেশানো ঐ অপরূপা 
ছেড়া পাতার সারা ক্যানভাসে।

বাহিরটা সৌন্দর্যের আঁধার
আল্পনা ছোঁয়ায় মধুময় হয়,
পৃথিবীর সমস্ত রূপ ঝরে পড়ে 
ভিতরটা নিখুঁত আরো রহস্যময়। 

তুলির সুক্ষ্ম আঁচড়ে সহজেই 
ঝুমকো লতার কানের দুল,
কচি কলাপাতায় মোড়ানো দেহ
আঁকাবাঁকা হাঁটার দুটো' পা।

নিখুঁত চিত্রে একটা প্রতিচ্ছবি 
মলিন গ্রহে আলোক রশ্মি, 
মৃদু মৃদু হাসি বাঁকা ঠোঁটে
কপালের মাঝামাঝি লালটিপ।

টিটোন হোসেন 
প্রভাষক, ব্যবস্থাপনা
ধামরাই সরকারি কলেজ, ঢাকা।