অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
নারীকে দাও স্বাধীনতা - রহিমা আক্তার রীমা

মি নারী তাতে কি? 
আমাকে স্বাধীনতা দাও, আমার সুপ্ত বিকাশ গুলোকে প্রকাশ করার মত, মেলে ধরার মত সাহস দাও-
আমি জাতীকে একটা সুষ্ঠ-সুন্দর, নির্মল সমাজ গড়ে দিতে পারি।

আমি নারী তাতে কি?
আমাকে ভালবাসা দাও, পাশে থেকে প্রেরণা দাও
আমিও যে পারি শুষ্ক বালুচরে ভালবাসার বাগান বানিয়ে তাতে হাজার রকমের ফুল ফুটাতে।

আমি নারী তাতে কি?
আমাকে ঘুম পারিয়ে রেখো না, জাগতে দাও
দেখো আমিও যে পারি ছিন্ন কুঁড়ে ঘরকে তিলে তিলে শ্রম ও বুদ্ধিতে রাজপ্রাসাদে পরিণত করতে।

আমি নারী তাতে কি?
নারীকে পঁচা-দূর্গন্ধময় আবর্জনা ভেবে পিছনে রেখো না
পথে ঘাটে অবাধে চলার স্বাধীনতা দাও-
দেখবে শহরের যত উটকো আবর্জনা সব নিষ্ক্রিয় করে
পারবে ফুলের সৌরভে -সুঘ্রাণে ভরিয়ে দিতে পরিবেশটাকে।

নারী অচল নয়,নারী  শক্তি দুর্বল নয়, নারীকে সুষ্ঠ পরিবেশ দাও হে জাতী নারী ও দিতে পারে একটা উন্নত, কুসংস্কারমুক্ত সমাজ।
জাতী গঠনে গড়তে পারে একটা সুষ্ঠ- সুন্দর পৃথিবী।

রহিমা আক্তার রীমা। ঢাকা