ধ্বসের উপর ভালোবাসা - মাহবুব হাসান
সবুজ সুন্দর, সবুজ ভালোবাসা
লালে ভয়!
লালের তীব্রতা মগজকে করে বিকৃত
খুক খুকে তীব্র লাল রঙ তোমার।
তুমি ঈর্ষান্বিত
লালের তীব্রতা প্রবেশ করেছে তোমার আত্মায়।
জন্ম থেকে জন্মান্তর
লাল থেকে যাবে তোমার অন্তরে নিরন্তর।
বুঝ কি তুমি লালত্ব?
সবুজ কি হতে পারতো না বিশেষত্ব!
ভেতরের ভালোবাসাকে গ্রাস করেছে
খুক খুকে তীব্র লালের আভা
ভালোবাসার তীব্রতা অতীত হয়ে গেছে,
লালের তীব্রতার অভিশাপে
অদৃষ্ট ভালোবাসার অদৃশ্যতা
একমাত্র লালের তীব্রতা
অবদ্য অপথ্য লাল হওয়া উচিত অপগত।
মাহবুব হাসান
শিক্ষার্থী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।
-
ছড়া ও কবিতা
-
09-03-2021
-
-