কোথায় গেলো? কোথায় গেলো? - সোহেলী নার্গিস
এই যে অঙ্গনা
ছিলে তুমি রাজকন্যা।
বাবা- মায়ের চোখের মণি।
জল ছলছল নদীর বুকে
জল ছলছল তোমার চোখে।
তোমার চোখে রামধণুর যে ছবি ছিল,
স্নিগ্ধ জলের পুকুর ছিল।
কোথায় গেল? কোথায় গেল?
এই চোখেই সে স্বপ্ন দেখে
এই হাসিতে মুক্তো ঝরে।
কনকরাঙা চরণ মাঝে
আলতা মেখে
সারিসারি গাছের ভিড়ে
কেশ উড়িয়ে, হাত দুলিয়ে
নেচে নেচে যায় চলে সে।।
বাহুডোরে বুনোফুলের বাজু পরে
নারিকেল পাতার চশমা পরে
রোদে রোদে যায় বেলা যে।
মেঘলা দিনে ঝড়ের বেগে
মেঘ যদি যায় পূব আকাশে
কিসের ডর? কিসের ভয়?
যায় নেমে যায় নদীর জলে।
দিনগুলি তোর কোথায় গেল?
কোথায় গেল?
এখন কেন শান্ত হলো,
ক্লান্ত হলো?
বাক্ হারিয়ে চলছে পথে
রক্ত চোখে শ্বাসায় তাকে।
তার মাঝে কী যে খোঁজে।
জহরতে নেই যে ডুবে।
এই যে মায়া, এই যে কায়া
কাদের মাঝে পড়ছে ধরা?
নিজের কন্যা রাজকুমারী
এমন যদি হতো সবই।
ড. সোহেলী নার্গিস
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
10-03-2021
-
-