সেদিনও এমনি বসন্ত ছিল প্রকৃতিতেগাছের ডালে ডালে ফুটেছিল পলাশশিমুল দুলছিল হাওয়ায় হাওয়ায় রং ছড়িয়েপাখির কলকাকলিতে ভরা ছিল আকাশক’জন মানুষ দেখেছিল স্বপ্নস্বাধীনতায় জীবন রাঙানোর সাধ ।ফাগুনের রাঙা সূর্য দিয়েছে উঁকি আগেইভগ্নাডিহির পাঁচকাঠিয়া বট গাছের ফাঁসিকাঠ স্বাক্ষী ছিল শুধু কানু হত্যার।ফাঁসিতে ঝুলে আগুনে পুড়ে হয়েছে অঙ্গারতবু স্বাধীনতার মায়ায় দিয়েছে ঘোষণাআমি আসব আবার।পরাধীনতায় কে বাঁচে গোসিধু কানু চাঁদ ভৈরব জীবন দেয় অবলীলায়স্বাধীনতা সূর্যের স্বাদ পাবার আশায়…কমল কুজুর। বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa