বিশ্বাসী চোখ - মোঃ শাহাদাত হুসাইন
মন বলে চোখ হাসে চোখ বলে মন
প্রকৃতির বুকে দেখো কত আয়োজন।
বেলা ফুরাবার আগে নীড়ে ফেরা পাখি
প্রশান্ত চিত্তে সে মেলে ধরে আঁখি।
বিশ্বাসী সুর তুলে কিচিরমিচির
ভোর বিহানেও গলে তুলেরে জিকির।
তার মনে আসে না তো রিজিকের ভয়
শিকারীর ফাঁদে পড়ে জীবনের লয়।
ছুটে চলে পুঁজি করে ভরসার হাত
দিন রাত কেটে আসে নতুন প্রভাত।
অফুরান নিয়ামতে চারিদিক ভরা
অগণন রহমতে ভরপুর ধরা৷
দেখেও দেখে না তবু কত শত চোখ
আলো আঁধারের মাঝে জানে না ফরখ।
হাতড়ে বেড়ায় শুধু মিছে মায়া সুখ
মরিচীকা ধরা দেয় হয়ে অপরূপ।
বেলা ফুরাবার আগে ফিরে আসো প্রাণ
পাখিদের মতো ধরি বিশ্বাসী গান।
রিজিকের ভার তুমি দাও তার কাছে
কাজ করো যতটুকু সামর্থ্য আছে।
বারাকাতে ভরে যাবে পৃথিবীর সব
প্রতিজ্ঞা করেছেন রাব্বানা রব।
মোঃ শাহাদাত হুসাইন
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
-
ছড়া ও কবিতা
-
11-03-2021
-
-