অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সুবোধ ছুটে চল - ড. সহদেব বন্দ্যোপাধ্যায়

“অন্ধকার পথ কি শুধু আঁধারেই ঢাকা 
নাকি আলোর রোশনাই আছে লুকিয়ে!
প্রকাশতো হতেই হবে- 
তুমি যে আমার আঁধারে আলো,
গতি পেয়েছিল কতশত শতাব্দী আগে
হয়তোবা সরযূ তীরে 
কিংবা কোনো নীড়ে-
জানে হয়তো নির্বোধ মহাকাল!”- - - -
অনেক হয়েছে লুকোচুরি খেলা
অনেক হয়েছে মনের গভীরে
নিষ্ফল প্রেমের ব্যথার চাষ -
এবার সুবোধ তুই পালিয়ে যা
এখন সময় থামে না-
দৌড় শুরু করে দে,
জীবনের দৌড়, জীবনের জন্য দৌড়!
পেছন ফিরে তাকাস না সুবোধ
কি হবে একরাশ হতাসার মুখ দেখে -
জীবনের গল্পটা একই আছে 
পাল্টেছে শুধু চরিত্রগুলো!
সামনে বৃষ্টির সাথে হবে দেখা
নীল পাতার মতো উড়ে আসবে
ছাড়া ছাড়া মেঘেদের চিঠি,
বুকের গভীরে যতো কষ্ট নিয়ে
তোর কান্না - সব মুছে যাবে- 
থামিসনা সুবোধ - ছুটে চল,
সামনে যে অন্তহীন অনন্ত পথ!
অন্তহীন হৃদস্পন্দন থামবার আগে 
থামিস্ না সুবোধ,
তুই তাকে যে নামে চিনতি-
সে নাম ভুল ছিল 
তুই বলতিস্, কেন বৃষ্টি 
আকাশ নীলে তাকিয়ে থাকো?
বলতিস্, যদি মন কাঁদে
চলে এসো এক বরষায়
আর ফিরতে হবেনা!
সুবোধ সব তোর আছে - সামনে
এবার চোখ ভিজিয়ে 
অচেনা বৃষ্টি নামুক-
রাতের তারা, রাতের আকাশে থাক 
তুই ছুটে চল সুবোধ-
এখনো অনেকটা পথ বাকি!
শেষ কি কখনো সত্যি হয় 
না কি সত্যি কখনো শেষ হয়েছে?
থামিস্ না সুবোধ, ছুটে চল। 

ড. সহদেব বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ