যেটুকু চেয়েছি এইবেলা কাছে এসেতারচেয়ে আরো ভরেছে কলসে জলনিবিড় সুতোয় উড়েছি হাওয়াই ঘুড়ি এত নিসর্গ পৃথিবীতে রাখা আছেউজাড় করা আকাশের হাতছানি সাদা মেঘ এসে ওড়না জড়িয়ে যায়ডানার হাওয়ায় নীলাচল ঢেউ ওঠেউড়ে চলে পাখি স্বপ্নে বিভোর মনওগো বেদুইন প্রকৃতির ঈশ্বর আমিবা তোমায় কতটুকু দিতে পারিজানি একদিন চলে যাব সব ফেলে স্মৃতি গুলো তাই যত্নে সাজিয়ে রাখিদ্বিধা ও দ্বন্দ্বে দণ্ডিত এ জীবন তুমি এলে শুধু সুরভিত ফুল ফোটে চন্দন রোদে জ্যোৎস্নার মাখামাখিযেটুকু চেয়েছি পেয়েছি অনেক বেশি ইলা সূত্রধরবালুরঘাট দঃ দিনাজপুরপশ্চিমবঙ্গ
Ashram Bengali Magazine, Ottawa