অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আমিবা তোমায় কতটুকু দিতে পারি - ইলা সূত্রধর

যেটুকু চেয়েছি এইবেলা কাছে এসে
তারচেয়ে আরো ভরেছে কলসে জল
নিবিড় সুতোয় উড়েছি হাওয়াই ঘুড়ি 
এত নিসর্গ পৃথিবীতে রাখা আছে

উজাড় করা আকাশের হাতছানি 
সাদা মেঘ এসে ওড়না জড়িয়ে যায়
ডানার হাওয়ায় নীলাচল ঢেউ ওঠে
উড়ে চলে পাখি স্বপ্নে বিভোর মন

ওগো বেদুইন প্রকৃতির ঈশ্বর 
আমিবা তোমায় কতটুকু দিতে পারি
জানি একদিন চলে যাব সব ফেলে 
স্মৃতি গুলো তাই যত্নে সাজিয়ে রাখি

দ্বিধা ও দ্বন্দ্বে দণ্ডিত এ জীবন 
তুমি এলে শুধু সুরভিত ফুল ফোটে 
চন্দন রোদে জ্যোৎস্নার মাখামাখি
যেটুকু চেয়েছি পেয়েছি অনেক বেশি 

ইলা সূত্রধর
বালুরঘাট দঃ দিনাজপুর
পশ্চিমবঙ্গ