বসন্ত বিলাস - কাজী মাসুদ
এসেছে ঋতুরাজ দুলিছে হিয়া আজ
নব পল্লব শাখে,
মনের দুয়ারে ভিড়িল সওয়ারে
প্রণয়িনী বিশাখে।
বিমূর্ত মরমে স্বপন জনমে
চপল চরণে এসে,
ভাঙালে শয়ন রাঙালে নয়ন
অনুরাগ বরষে ভেসে।
মুকুল সুবাসে শিমুল উচ্ছাসে
প্রণয় সরসে শেষে,
রক্ত পলাশে সিক্ত আবেশে
পবন ছুঁয়েছে হেসে।
মন পবনে বহে গগনে
ফাগুন সমীরণে,
শুন্য সুজনে জাগিল ভজনে
কোকিল কুহরনে।
হিজল-তমাল সেগুন-শাল
মহুয়ার মর্মরে,
বাঁশরী সুরে পাতা অঝোরে
ঝরিছে ঝংকারে।
ফুলেল পরশে শ্যামল হরষে
চিত্ত শিহরণে,
রিক্ত নীলিমা প্রকাশে মহিমা
বাসন্তী কুঞ্জবনে।
কাজী মাসুদ
কবি ও কলামিস্ট
যশোর, বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
12-03-2021
-
-