লালশাড়ি - রঞ্জনা রায়
শরীরে জড়ানো রেশমি লালশাড়ি
বুটিদার নকশায় সোনালি জরিরপাড়।
নকশার ফাঁকে ফাঁকে স্তব্ধ ঝড়ে
নিরুপায় নষ্ট বসন্তের ফাগ।
ঊষার প্রথম লগ্নে সূর্যের লালরং
চকমেলানো সেই বারান্দা পেরিয়ে
নির্জন বিছানার দুটি ধবধবে বালিশে
খুঁজেছিল একবিন্দু সিঁদুরের ছোপ।
তার দীপক রাগে জ্বলেনি প্রদীপ
স্বামীত্বের বাহারী জলসাঘরে
তার মল্লারে জাগেনি বৃষ্টি ছন্দ
মৃত তারার মত প্রেম মৃগতৃষ্ণিকা।
লালশাড়ি ফ্যাকাসে , জালি জালি
ছেঁড়া ন্যাকড়ার মত পড়ে থাকে
সংসারের মোহন মতলবি ফাঁদে
দিনরাত একাকীত্বের চরকা কাটে...
রঞ্জনা রায়। কলকাতা
-
ছড়া ও কবিতা
-
13-03-2021
-
-