খোরশেদ আলম এর দুটি ছড়া
দেশের আলো
কৃষক আমার দেশের আলো
কৃষক আমার হাসি
মাটির ভেতর স্বপন খোঁজে
লাঙল চালায় চাষি।
মাথার ঘামে ফসল ফলায়
আমরা সবাই খাই
সাদা মনের মানুষ তাঁরাই
সুখেই থাকুক চাই।
সহজ সরল মানুষ তাঁরা
খেঁটে খাওয়ার জাত
নানান ফসল ফলায় মাঠে
ধান থেকে হয় ভাত।
রোদের দহন মেঘের মাঝে
হয়না কাজের শেষ
মানব প্রেমিক দেশ দরদি
সাজায় সবুজ দেশ।
বহুরূপী মানুষ
কিছু মানুষ স্বপ্ন দেখে
কেউ স্বপ্ন দেখায়
কিছু মানুষ অকারণে
মিয়ে মায়া দেখায়!
কিছু মানুষ জেনে-বুঝে
সত্যি করে আড়াল
বহুরূপী মানুষ ওরা
হাবা-গোবা-ছাড়াল!
কিছু মানুষ ভাবে থাকে
দেখে চেনা যায়না
কে বলে মানুষ সেজন
তবু মিছে বায়না!
খোরশেদ আলম
ডেমরা, ঢাকা
বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
13-03-2021
-
-