ছেঁড়া কাঁথায় সপুন দেখা - শ্রীকান্ত মাহাত
ছেঁড়া কাঁথায় সপুন দেখি,
গাড়ি কিনলি--- বাড়ি বানালি
মেম দেখে বিহা করে বিদেশ বিভূঁইঞে্
হানিমুন সারলি; আমার এখন ছোট
পরিবার---সুখের সংসার; দুইয়ে দুইয়ে চার
চার-এ চার-এ আট পায়ে বাঁধা পড়লি;
চুইল পাকল ---দাঁত পড়ল --- নাতি নাতনা কে
ডাল ধরালি; জুবুথুবু লাঠি হাতে পথের কাঁটা
সরাতে সরাতে পরপারে যাবার লাগে মারি উঁকি;
মন সরে না... তবে যেতেই হয়..'ই গোলকধামে;
ডাইনে বামে সামনে ঠেলে পিছনে ফেলে ঈশান
কোনে দিবো পাড়ি; দেখ্... নাতি ভাই, হাঁসছে
আমার...ঐ.... নতুন বাড়ি;
শ্রীকান্ত মাহাত
পুরুলিয়া, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
13-03-2021
-
-