খুকুমণির বিয়ে - আবু আফজাল সালেহ
শাড়ি জড়িয়ে পালকি চড়ে
খুকুমণির বিয়ে
ধুলো উড়িয়ে খুব ভোরে
সঙ্গে জোড়া টিয়ে।
হঠাৎ করে মৌমাছিরা
উড়ে বসে গাছে
লেজঝোলা রঙিন ফড়িং
জুড়ে বসে পাশে।
দোয়েল কেন থাকবে বসে?
বাজিয়ে অভয় শিস
পাশের খেতে ফিঙে নাচে
মোরগ জানায় আশিস।
আবু আফজাল সালেহ
কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট
চুয়াডাঙ্গা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
13-03-2021
-
-