ইচ্ছাপূরণ - বিধান সাহা
জীবনের ছায়াপথে
ঘুরতে ঘুরতে
পৌঁছে যেতে চেয়েছিলাম
নির্দিষ্ট লক্ষ্যে
নতুন আবেশের
চঞ্চলতার ঢেউ তুলে
স্বপ্নের আলোছায়ার
বিশ্বস্ত হাত দুটি ধরে
কে জানে কোন খেয়ালের
নিদারুণ আবেগ
ছুটিয়ে নিয়ে
বেড়ালো আমায়
আবর্তনের মায়ায়
দুরন্ত চেতনায়
মনের ইচ্ছাপূরণ
বিলাসী মূর্ছনায়.....
বিধান সাহা
কলকাতা, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
14-03-2021
-
-