অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
সভ্যতা জ্বলছে! - বিশ্বজিৎ কর

সেদিন সেই তুলসীমঞ্চটা দেখলাম, 
অব্যবহারে জীর্ণ! আগে প্রদীপ জ্বলত -
তাপ অনুভূত হ'তো, সুস্থ সংস্কৃতির! 
উলুধ্বনি, শঙ্খধ্বনি, বাতাসা-লুট ,ব্রতকথাপাঠ! 
তুলসীমঞ্চে এখন অনেকেই আসে, 
অকাজের চালচিত্রে! 
অতীতকে কাছে টেনে নেওয়ার আশায়-
ছুটে আসি সলতে -পোড়া প্রদীপের গন্ধ নিতে! 
সংস্কৃতি চুরি হয়ে যাওয়ার আর্তনাদগুলো প্রতিধ্বনিত হয়....... 
মায়ের লাল-পেড়ে শাড়ির আঁচলের হাওয়া গায়ে লাগে! 
না, এখন আর প্রদীপ জ্বলে না! 
সভ্যতা দাউদাউ করে জ্বলে! 

বিশ্বজিৎ কর
বোড়াল, কলকাতা