অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
গোলাম কবির এর দু’টি কবিতা

দাম্পত্য খুনসুটি
তুমি ছুঁয়ে দিলেই হৃদয় আমার
 হয়ে যায় যেনো খোলা নীল আকাশ! 
এখানে তখন বসে বসন্ত মেলা, 
এই উষর হৃদয়ে তখন ফোটে কতো
শিমুল আর আগুনরঙা কৃষ্ণচূড়া!  
তোমার একটু খানি ভালবাসার ছোঁয়া 
পেলেই জানি মেলে ডানা নীল গগনে। 
উড়তে উড়তে কখন জানি 
কেমন করে পৌঁছে যায় তোমার কাছে,
পাখির ঠোঁটে লেপ্টে থাকা মধুর মতো
জমিয়ে কথা বলতে থাকে তোমার সাথে।

অভিমানী ইচ্ছে
খনো কখনো খুব ইচ্ছে করে 
গৃহত্যাগী সন্ন্যাসী দের মতো 
অভিমানে একদিন চুপি চুপি 
কাউকে কিছু না বলে 
প্রিয় নদীটা কে সাক্ষী রেখে 
তারাদের মেলায় হারিয়ে যাই। 
তারপর কেটে যাক একটা শতাব্দীকাল-
প্রাইমারী স্কুলের মাঠে লাগানো 
নতুন বটগাছটা ততোদিনে আরো
বিস্তৃতিলাভ করুক শাখায়, পল্লবে! 
এবং ওর দাড়ি গুলো বাড়তে বাড়তে 
মাটিকে স্পর্শ করে গজিয়ে উঠুক 
নতুন কোনো বটগাছ; তারপর নাহয় 
ফিরে আসবো আবার এই লোকালয়ে!

গোলাম কবির
মোহাম্মদপুর, ঢাকা