অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
শুভ জিত দত্ত এর দু’টি কবিতা

স্বপ্নের সাথী 
ঠাৎ করে লাগলো হওয়া
আমি আজ দিলাম পাড়ি
দূর আকাশের ডানা মেলে
নীল সাদা ওই মেঘের দলে

দিলাম খুশি উজাড় করে
আজ না হয় কাজের কথা
দিলাম একটু ছুটি দিয়ে
তোমার সাথে বলব কথা

হারাবো আজ মেঘের সাথে
তুমি আর আমি মিলে
কথাই কথাই বলব গল্প
মানের যত সুখের স্মৃতি

সময় পেলে এসো তুমি
সেদিন না হয় দুজন মিলে
পরীর কাছে পাখা নিয়ে
হারাবো আজ খুশির ছলে।।

মুক্তির সুবাস
মুক্ত মনে উড়াল দিলো
রঙিন পাখা মেলে,
আকাশ জুড়ে স্বপ্ন নিয়ে
বেড়ায় তারা খেলে।

ওদের আছে রাঙিন পাখা
ইচ্ছে হলেই উড়ে ,
স্বাধীন দেশে মুক্ত প্রাণে
ডানা মেলে চড়ে।

এবার হবে স্বপ্ন বোনা
আপন খেয়াল মাঝে,
উড়িয়ে দিয়ে ইচ্ছে গুলো
সবার খুশির সাঝে।

স্বাধীন মোদের জন্ম ভূমি
উল্লাসে ফেটে পড়া,
খুশির খবর বুকে নিয়ে
ইচ্ছে ভেলায় চড়া।

শুভ জিত দত্ত
মহেশপুর, ঝিনাইদহ