আচ্ছা মন্টা বলো তোআটা আর ময়দার মধ্যে পার্থক্য কী?এতো সহজ প্রশ্ন জীবনে শুনি নাই! আটা আটার মতো-ময়দা ময়দার মতো।দেখতে একইরকম হলেও আটা কখনো ময়দা হয় না। যেমন?যেমন গাধা কখনো ঘোড়া হয় না।আচ্ছা! যোগ্য আর অযোগ্য'র মধ্যে পার্থক্য কী?খুব সোজা প্রশ্ন! অযোগ্যরা চেয়ারে বসে।যোগ্যরা দাঁড়িয়ে থাকে। নেতা আর বড়ভাইদের মধ্যে পার্থক্য কী?এটাতো সবাই জানে! নেতার চরিত্র নাই।কিন্তু চরিত্রের সার্টিফিকেট দেয়! আর বড়ভাইর চরিত্র আছে।তবে তা দুশ্চরিত্র! থাক এ পর্যন্তই। আজ প্রশ্নোত্তর পর্বে আমাদের মন্টা খুব ভালো করেছে।তবে বোকা মন্টা তোমার খবর আছে! মুতাকাব্বির মাসুদ। শ্রীমঙ্গল
Ashram Bengali Magazine, Ottawa