অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বঙ্গবন্ধু - রফিকুল নাজিম

যাদুকর বাঁশিওয়ালাকে
দেখি অবাক চোখে
হিমালয়ের মত বিশাল উঁচু
কে তাঁহাকে রুখে?

বুকটা তাঁহার পাথর পাহাড়
বটের মতো দাঁড়ান
দেশটা তাঁহার মায়ের মতো
রক্ষায় হাতটা বাড়ান।

আঙুল তাঁহার যাদুর কাঠি
ভয়ে কাঁপে শোষক,
৭ই মার্চের আগুন ভাষণ
স্বাধীনতার ঘোষক।

মায়ার সাগর প্রেমের নাগর
দেশের তরে মাথা,
বীরের ত্যাগে দেশটা পেলাম
ইতিহাসে গাঁথা।

রফিকুল নাজিম
মাধবপুর, হবিগঞ্জ