অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
আমি কি সত্যি মানুষ নই? - শামীমা কালাম

মি কি দেখি না মানুষ?
শুধু দেখি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিষ্টান ?
আমি কি অন্ধ বধির ?
মানুষ করি অপমান?
আমি কি শুধু গোলাম?
মানুষ নই কোন কালের?
আমি কি হিংসা বিদ্বেষ ঘৃণায়
ধর্ম গড়ি চিরকালে?
আমি কি মানুষ নই?
আমি কি সত্যি মানুষ নই?
শুধু ধর্ম বর্ণ জাত গোত্রের?
আদি অন্ততে বিবাদ বৈষম্যে
ভাগাভাগি করি পিতা পুত্রের?
আমি কি মানুষ নই?
আমি কি সত্যি মানুষ নই? 
আমি কি হারিয়ে যাবো বন্য পশু পাখির মতো ?
আমি কি ভেঙে যাবো ? আমি কি ছিড়ে যাবো ?
মূর্তি  কিংবা জায়নামাজের মতো?
আমি কি পাব? দেখা পাবো সূর্যের? এ অন্ধকার বনে?
আমি কি হাঁটছি?
আমি কি হাঁটছি ঠিক মানুষের মতো? 
আমি কি ডিঙাবো?
ভয়ংকর জন্তুজানোয়ার ঘেরা চারদিক?
আমি কি ঠিক খুঁজেছি? মানুষের আবাস্থল ?
আমি কি খান্ডব দাহনে অন্ধ হয়েছি?
আমি কি শুধু স্মৃতি সাহিত্যের চরিত্রেই রয়েছি?
আমি কি শুধু হিন্দু মুসলিস বৌদ্ধ তান্ডব?
আমি কি দেখি না বিশ্ব ব্রহ্মান্ড?
নদি,বৃক্ষ ফুল পাখির কোন আত্মকলহ নেই
আমার কেন এত?
আমি কি মানুষ নই?
আমি কি সত্যি মানুষ নই?

শামীমা কালাম। কানাডা