অনেক ছোট্ট ছিল যখন তারা।কাঁচা ঘুম ভেঙে উঠছে সবেসেই ক্ষণে তাদেরকে সাড়া জাগিয়েচোখে মুখে দিয়েছি জলসেকি ভুল হয়েছিল?মহাকাশে যখন ঘটেনি প্রলয়একটানা মেঘে বাজেনিকর্কশ গুড়ুগুড়ুআমি আত্মীয় ভেবে দিয়েছিআসন পেতেসেকি তবে ভুল হয়েছিল?কচি শিশুর মতো বুকের অমৃত দিয়েছি মুখেবাঁচাতে স্বপ্নের উপলব্ধিতেলুপ্ত সংসারের ফুটপাতে হয়েছিল ক্ষিপ্ত যখনদিয়েছি শিক্ষকের ছায়াকৃষ্ণচূড়ার ডালে ডালে যখন আকাঙ্ক্ষামধ্যবিন্দুতে দিয়েছিল ঠেলাসেবারের মতো ত্যাগের কর্তব্যে রোদ্দুরেরআঁচে যৌবন দিয়েছিলামসেকি ভুল হয়েছিল?কবরীতে ছিল না একটি ও কুসুম যখনপ্রাণঢালা ভালোবাসায়করবী দিয়েছি সাজিয়েসেকি ভুল হয়েছিল?ধর্মঘটের কালোমেঘে যখনঅগোচরে নদীর প্রান্তদেশেদিকহারা পথিক হয়ে ক্ষাপাটে ছিলদিয়েছি বস্তাবহা গরুর মতোঅক্ষয় কিছু প্রাণ লীলাসেকি তবে ভুল হয়েছিল?ভালোবেসে ভালোবাসা দিয়ে আজ চলেছিঅফুরন্ত মহাবিশ্বেরমহাবিশ্ময়ের স্রোতে।অস্পষ্ট স্মৃতি অনিশ্চিত আবহাওয়ায়অজানিত অধিকারী হতে আজ ইশারা দেয়।সেও কি তবে ভুল?!!!নাকি স্বর্ণোজ্জ্বল মহাবাণী সম্মুখে অনন্তের পানেআশা করেছিল প্রচুরপ্রত্যাশা প্রতিহত হয়েছেতাই সেটায় ভুল হয়েছিল!!!???সত্যেন্দ্রনাথ পাইনপশ্চিমবঙ্গ
Ashram Bengali Magazine, Ottawa